শিরোনামঃ

আজ শুক্রবার / ২৬শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ / শরৎকাল / ১১ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই রবিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ১:২০

পাবনায় ‘রুচি’ স্যামসন এইচ চৌধুরী টেনিস টুর্নামেন্ট’ উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনায় শুরু হলো ‘রুচি’ স্যামসন এইচ চৌধুরী টেনিস টুর্নামেন্ট’। বুধবার সকালে পাবনার স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স প্রাঙ্গনে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরি পিন্টু এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন চৌধুরী। স্কয়ার টয়লেট্রিজের পরিচালক মোহাম্মদ আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে পাবনার দু’টি, ঢাকার আজিমপুর টেনিস ক্লাব, ঢাকা পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ টেনিস ফোরামসহ ১৮টি জেলার ২০টি দলের ১৯২ জন প্রতিযোগি অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামি ২৪ নভেম্বর। এদিন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করবেন।
এই টুর্ণামেন্টে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড এ- বেভারেজ লিমিটেড। এর আগে মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap