পাবনা প্রতিনিধি :: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ২য় বর্ষেরে মেধাবী ছাত্র আহমেদ মিশকাত মিশু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের শিবরামপুর ও দক্ষিণ রাঘবপুর এলাকাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মিশুর বাবা পাবনা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ গোলাম মোস্তফা, তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠিদের পাশাপাশি কলেজ শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল শিক্ষক, মানবাধিকারকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এসময় মিশুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ও জেলা পুলিশের পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে মিশকাত পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভিতরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।