পাবনা প্রতিনিধি : দেশব্যাপী নারী নির্যাতন, যৌন হয়রানী, বাল্য বিবাহ, ধর্ষণ, অপহরণ ও হত্যাকান্ড বেড়ে যাওয়ায় পাবনায় যৌন হয়রানী নির্মুল নেটওয়ার্ক পাবনা’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাব’র সামনে এ মানববন্ধন পালিত হয়।
নেটওয়ার্কের অন্যতম সদস্য ও প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য দেন মহিলা পরিষদ পাবনা জেলা শাখা’র সাধারণ সম্পাদক ও নেটওয়ার্কের আহবায়ক এ্যাড. কামরুন্নাহর জলি, সিইপি ব্র্যাক’র ব্যবস্থাপক লুইস গমেজ, জেলা ব্র্যাক প্রতিনিধি আলমাসুর রহমান, বাঁচতে চাই’র আব্দুর রব মন্টু, নাট্যকার কোবাদ আলী, শহীদ আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, আমরাই পরি জোট’র আশিকুর রহমান, ওয়াচগ্রæপ সদস্য আবির মোহাম্মদ জাহিদ প্রমুখ।
বক্তারা নারী নির্যাতন, যৌন হয়রানী, বাল্য বিবাহ, ধর্ষণ, অপহরণ ও হত্যাকান্ড বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ সকল সামাজিক ব্যাধি রোধে সরকারের কাছে জোর দাবি জানান। এ মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সংস্থা, আমরাই পারি জোট, শহীদ আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওয়াচগ্রæপ’র শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।