চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মঙ্গলবার মিতুন খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের আলিমুদ্দিন প্রামানিকের স্ত্রী। মিতুন খাতুনের মৃতদেহ পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্বার করে।
নিহত গৃহবধূর গলায় দাগ থাকার কারণে জিজ্ঞাসাবাদের জন্য মহিলাসহ ৩ জনকে পুলিশ আটক করেছে। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে এই মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক জানায়, হাসপাতালে মৃতদেহ রেখে মোটর সাইকেল নিয়ে ২ জন পালিয়ে গেছে। তাছাড়া সে অনেক আগেই মারা গেছে। ঘটনার সত্যতাস্বীকার করে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।