পাবনা প্রতিনিধি : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানের চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনার রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী উপজেলা : মো. নুরুজ্জামান বিশ্বাস (আওয়ামীলীগ), মো. মোকলেছুর রহমান মিন্টু (স্বতন্ত্র, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান), মো. আতিয়ার রহমান (উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং ছলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান) ও মো. মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র, আওয়ামীলীগ)।
সাঁথিয়া উপজেলা : চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার (আওয়ামীলীগ) ও আবু তালেব প্রামানিক (স্বতন্ত্র জামায়াত)।
ভাঙ্গুড়া উপজেলা : চেয়ারম্যান পদে বাকিবিল্লাহ (আওয়ামীলীগ), আমির হোসেন (স্বতন্ত্র, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি), মেছবাউর রহমান রোজ (আওয়ামীলীগ) মো. মোস্তাফিজুর রহমান (জাপা) ও মনসুর রহমান (এনপিপি)।
চাটমোহর উপজেলা : চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (আওয়ামীলীগ), আব্দুল হামিদ মাষ্টার (স্বতন্ত্র, সহসভাপতি পাবনা জেলা আওয়ামীলীগ), মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল (স্বতন্ত্র, সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ), মো. আব্দুল আলিম (স্বতন্ত্র, সভাপতি উপজেলা ছাত্রলীগ)। ফরিদপুর উপজেলা : চেয়ারম্যান পদে মো. খলিলুর রহমান সরকার (আওয়ামীলীগ), জহুরুল ইসলাম বকুল (সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি), গোলাম হোসেন গোলাপ (সাবেক সভাপতি ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান)।
আটঘরিয়া উপজেলা : চেয়ারম্যান পদে মোবারক হোসেন পান্না (আওয়ামীলীগ), ইশারত আলী (স্বতন্ত্র সাবেক উপজেলা চেয়ারম্যান), তানভীর ইসলাম (স্বতন্ত্র, ছাত্রলীগ)।
বেড়া উপজেলা : চেয়ারম্যান পদে আব্দুল কাদের (আওয়ামীলীগ), আফজাল হোসেন ((স্বতন্ত্র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক), আব্দুল আহাদ (জাপা)।