চাটমোহর (পাবনা) সংবাদদাতা : সোমবার পাবনার ৯টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ীরা হলেন ।
ঈশ্বরদী উপজেলায় নুরুজ্জামান বিশ্বাস (আওয়ামীলীগ), প্রাপ্ত ভোট ৪১ হাজার ৯৪৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান মিন্টু। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৩৭ ভোট।
আটঘরিয়া উপজেলায় মো. তানভীর ইসলাম (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ২৭ হাজার ১৫৯। নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী ইশারত আলী। তিনি পেয়েছেন ১৬ হাজার ২৪৬ ভোট।
চাটমোহর উপজেলায় আব্দুল হামিদ মাষ্টার (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ৪২ হাজার ৮০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (আওয়ামীলীগ)। তিনি পেয়েছেন ৩৮ হাজার ১৯০ ভোট। ভাঙ্গুড়া উপজেলায় মো. বাকি বিল্লাহ (আওয়ামীলীগ) প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৮০৯।
ফরিদপুর উপজেলায় গোলাম হোসেন গোলাপ (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ২৫ হাজার ৮৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. খলিলুর রহমান সরকার (আওয়ামীলীগ)। তিনি পেয়েছেন ১৪ হাজার ২১৮ ভোট। সাঁথিয়া উপজেলায় আব্দুল্লাহ আল মাহমুদ দোলোয়ার (আওয়ামীলীগ) প্রাপ্ত ভোট ৫০ হাজার ২১২। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব প্রামানিক (স্বতন্ত্র জামায়াত)।
তিনি পেয়েছেন ১০ হাজার ২১৯ ভোট। বেড়া উপজেলায় মো. আব্দুল কাদের (আওয়ামীলীগ) প্রাপ্ত ভোট ৩০ হাজার ৮০৭। নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৯৮৮ ভোট। এর আগে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন পাবনা সদরের আলহাজ্ব মোশারফ হোসেন ও সুজানগরে শাহিনুজ্জামান শাহিন।
সদর উপজেলাতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে গোলাম আযম শাওয়াল বিশ্বাস ও শামসুন নাহার রেখা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। উল্লেখ, সুজানগরে শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।