পাবনা প্রতিনিধি : পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামানিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে ও নিহত মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে।
মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটো রিকশা চালাতেন।
নিহতের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন তারা দুজন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। ঘটনা দেখে আশেপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন শ্রমিক আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন।
ঠিক কি কারনে এ ঘটনা ঘটেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, পরে বিস্তারিত বলা যাবে।