শিরোনামঃ

আজ বুধবার / ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ২রা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ২:৫৮

পাকশী রেলওয়ে হাসপাতাল সংস্কারের নামে অর্থ লোপাটের অভিযোগ

ঈশ্বরদী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের বৃহত্তম পাকশী বিভাগীয় রেলওয়ের হাসপাতাল সংস্কারের নামে বিপুল অংকের টেন্ডার করা হয়েছে। সংস্কার কাজের জন্য মোট ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। বিপুল অংকের অর্থ টেন্ডারের মাধ্যমে লোপাটের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাকশীর ঠিকাদাররা জানান, সংস্কার কাজের জন্য বাজেটে যে পরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে, তাতে একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণ সম্ভব। এই ঘটনাকে রেল কর্মকর্তাদের অর্থ লোপাটের টেন্ডার বলছেন স্থানীয় ঠিকাদাররা। ইতিপূর্বে পাকশী বিভাগীয় রেলওয়ের ডিএফএ কার্যালয়ের আলোচিত ‘টেবিল বিক্রি’র ঘটনা ফাঁস হয়। এবারে হাসপাতাল সংস্কারের নামে রেল কর্মকর্তাদের এই দুর্নীতির বিষয়ে ঠিকাদাররা ঊর্ধ্বতন কর্তৃপÿ বরাবরে অভিযোগও করেছেন। এরপরও পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ (ডিইএন-২) বুধবার দুপুরে পাকশী রেলওয়ে কার্যালয়ে হাসপাতাল সংস্কার কাজের টেন্ডার দাখিল হয়েছে।

সরেজমিন বৃহস্পতিবার পাকশী রেলওয়ে হাসপাতাল ও রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে গিয়ে টেন্ডার কাজ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এসময় রেলের কয়েকজন ঠিকাদার বলেন, পশ্চিমাঞ্চল রেলের রাজশাহীর অফিস এবং পাকশী বিভাগীয় প্রকৌশলী-২-এর কার্যালয় হতে স্থানীয় একজন ঠিকাদারের সাথে যোগসাজশে এই টেন্ডার করা হয়েছে। ইতিমধ্যে ঢাকার জামাল হোসেন নামের এক ঠিকাদার ইতিমধ্যে এব্যাপারে রেলের মহাপরিচালক, মহাব্যবস্থাক, প্রধান প্রকৌশলী, পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এবং বিভাগীয় প্রকৌশলী-২ বরাবরে লিখিত অভিযোগের পর টেন্ডার দাখিল বন্ধ না হওয়ায় স্থানীয়ভাবে চরম ÿোভের সৃষ্টি হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মোহাম্মদ আরিফুল ইসলাম এ অভিযোগের কপি হাতে পেয়েছিলেন বলে জানিয়েছেন।
লিখিত অভিযোেেগ জানা যায়, এই হাসপাতাল সংস্কারের জন্য ১ কোটি ৮৫ লাখ টাকার যে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে তা অস্বাভাবিক। সংস্কার কাজের জন্য প্রাক্কলিত টাকা দিয়ে একটি নতুন হাসপাতাল নির্মাণ করা সম্ভব। এই অভিযোগে রেলওয়ে প্রশাসনের অর্থ অপচয় রোধ করে তদন্ত করারও দাবি জানান তিনি।
সংস্কারের জন্য মোট ৬১টি খাতের মধ্যে মোটা দাগে কয়েকটি কাজের প্রাক্কলিত অর্থের অংক দেখে স্থানীয় ঠিকাদাররা জানান, এটি রীতিমতো পুকুর চুরির শামিল। ঠিকাদার আলমগীর হোসেন বলেন, এলাকার দু’’একজন ঠিকাদার সরকারি দলের নেতা পরিচয়ে রেলের কর্মকর্তাদের সাথে যোগসাজশের মাধ্যমে এসব কাজ করে থাকেন।
দরপত্রের কপি যাচাই ও সংশিøষ্ঠ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে হাসপাতালের পুরাতন দেয়ালের প্লাষ্টার করা বাবদ ১৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সরেজমিন দেখা যায়, হাসপাতালের এই প্লাষ্টার কাজে ২ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। রং করার ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ টাকা। রং এর কাজে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয় হতে পারে। ছাদ সংস্কার করার জন্য প্রায় ২৫ টন রড ধরা হয়েছে। রডের বর্তমান বাজারমূল্য ১৫-১৬ লাখ টাকা হলেও ধরা হয়েছে ২২ লাখ টাকা।

ছাদের যে অংশে পানি পড়ে, ওই অংশ মেরামত করলেই চলে। রড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢালাই কাজে ৩৬ লাখ টাকা, টাইলস বাবদ ১২.৫০ লাখ টাকা, গ্রিলের জানালা সংস্কারের জন্য ২৭ লাখ টাকা, অভ্যন্তরীণ রা¯Íা সংস্কারে ১৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে । এছাড়াও বাইরে অন্যান্য ছোটখাটো খাতও অস্বাভাবিক ব্যয় প্রাক্কলিত করা হয়েছে। ঠিকাদাররা জানান, ষ্টিলের যে জানালা রয়েছে, সেগুলো ৫০ বছরেও কোন ÿতি হবে না। স্থানীয় ঠিকাদাররা আরো জানান, অভ্যন্তরীণ রা¯Íা সংস্কারে মাটি, বালু ও সিলকোট করতে ১৬ লাখ টাকার ব্যয় বরাদ্দ অস্বাভাবিক।
ছাদ সংস্কারের জন্য ২২ লাখ টাকার রড ব্যবহারের বিষয়ে বিভাগীয় প্রকৌশলী-২ আরিফুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছাদের উপরে রড বিছিয়ে আরেকটি ছাদ দেওয়া হবে, যাতে ছাদ দিয়ে পানি না পড়ে। পানি পড়া বন্ধ করতে ছাদের উপর নতুন আরেকটি ছাদ নির্মাণের কথা আগে ঠিকাদাররা আগে কখনও শোনেননি বলে জানিয়েছেন।
পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ আরিফুল ইসলাম জানান, এই কার্যালয় হতে তিনি ২০ লাখ টাকার উপরে কোনো টেন্ডার করতে পারেন না। পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিসের অনুমোদনে এই টেন্ডারের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের রাজশাহীর প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, হজ্ব পালনের জন্য তিনি ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতিতে এই টেন্ডারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ঠিকাদাররা পুকুর চুরির এই টেন্ডার অবিলম্বে বাতিল পূর্বক নতুন করে ব্যয় প্রাক্কলিত করে টেন্ডার আহব্বানের দাবী জানিয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap