শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ / শরৎকাল / ৩রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ / ১৮ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৯:৩৫

পাকশী ফুরফুরা শরীফের ইছালে সওয়াবে আখেরী মোনাজাত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার ৮৯তম বার্ষিক ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে লÿাধিক মুসলøী অংশগ্রহন করেছেন। স্থান সংকুলান না হওয়ায় মুসুলøীরা বিভিন্ন সড়কে বসেই দোয়া মাহফিলে শরীক হয়। ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা করেন, ফুরফুরার গদ্দীনশীল পীর মাওলানা

আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে ধর্মপ্রাণ লাখো মুসলিøরা দোয়ায় অংশ নেন।

প্রতি বছরের মতো ফাল্গুণ মাসের প্রথম বুধবার গত ১৩ই ফেব্রæয়ারী বাদ আছর হতে পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার ৮৯তম বার্ষিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল শুরু হয়। ১৫ ও ১৬ ফেব্রæয়ারি বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত ওয়ামায়ে কেরামের বয়ানের মধ্য দিয়ে এই মাহফিল চলে। আজ শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়। আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ লাখো মুসলিøরা অংশ নেয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap