শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১৪ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৮শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ / ৫ই রমজান ১৪৪৪ হিজরি / এখন সময় রাত ৪:২২

পাকশীতে ফুরফুরা শরীফের মাহফিল শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা পাকশী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুরফরা সিলসিলার বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল আজ বুধবার (১৩ ফেব্রæয়ারি) শুরু হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রæয়ারি বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত ওলামায়ে কেরামের বয়ানের মধ্য দিয়ে মাহফিল চলবে। আগামী শনিবার ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
পাকশীর মাহফিলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা করবেন ফুরফুরার গদীনশীল পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি।
মাহফিলে ওয়াজ করবেন ফুরফুরার মেজ হুজুর হযরত মাওলানা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুলøাহ সিদ্দিকী আল-কোরাইশি, সেজ হুজুর হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ মতিউলøাহ সিদ্দিকী, ছোট হুজুর হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ ওবায়দুলøাহ সিদ্দিকী আল-কোরাইশি।
এই মাহফিলে বিশে^র বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মুসলিøরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে হাজার হাজার মুসলিø মাহফিল ময়দানে সমবেত হয়েছেন।
উলেøখ্য ১৯৫২ সালে পাকশীতে ফুরফুরার এ মারকাজ প্রতিষ্ঠা করেন শায়খুল ইসলাম আলøামা আব্দুল হাই সিদ্দিকী (রহ)। পরবর্তীতে মারকাজের হাল ধরেন ফুরফুরার পীর মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহহার সিদ্দিকী (রহ)। সে ধারাবাহিকতা আজও বিদ্যমান রয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap