চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলাবাসী আমাকে হতো ভালো বাসে আগে জানা ছিলো না, আজকের দিনের কথা আমি কোনো দিনই ভুলবো না। আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, দলের মধ্যে কোনো কোন্দল রাখতে নেই। আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমি সবার কাছে ÿমা চাই। নৌকা প্রর্তীক উন্নয়নের প্রর্তীক।
নৌকা প্রর্তীকে আবারো ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে। শুক্রবার বিকেলে পৌর আওয়ামীলীগের আয়োজনে বালুচর খেলার মাঠে জননেত্রী শেখ হাসিনা’র ৭২তম জন্মদিন উপলÿে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
জন্মদিনে কেক কাটা হয় এবং জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘাযু কামনা করেন দোয়া করা হয়। পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নাজিমুদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রধান,
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন, সরকার আজিজুল হক, মকবুল হোসেন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোলøা, আজাহার আলী, নুরুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম প্রমুখ।
এসময়ে উপজেলা আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, জহুরুল ইসলাম, ইউনুস আলী, মোক্তার হোসেন, আবু সাইদসহ আঃলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।