আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

নৌকার বিজয়ে বাদ সেধেছে আ’লীগের বিদ্রোহীরা

গুরুদাসপুর (নাটের) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুওে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জাহিদুলইসলামের সুনিশ্চিত বিজয়ে বাদ সেধেছেন আওয়ামীলীগেরই দুই বিদ্রোহী প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও সরকার এমদাদুল হক। নৌকা প্রতিকের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে এখন মিছিল, মিটিং, মোটরসাইকেল মহড়ানিয়ে নির্বাচনী প্রচারণায় রাতদিন ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। ফলে নির্বাচনী প্রচারণায় নেমে প্রার্থীরা অনিবায ভাবে সহিংসতায় জড়িয়ে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী প্রচারণার লক্ষ্যে শুক্রবার রাত ৮টার দিকে ওই তিনপ্রার্থীর কর্মি সমর্থকেরামোটরসাইকেল শোডাউন দিচ্ছিলেন। এসময় আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী ঘোড়া প্রতিকের আনোয়ার হোসেনসমর্থিতদের মোটরসাইকেল শোডাউনছিলস্মরনকালেরসমৃদ্ধ শোডাউন।একই সময়ে নৌকাপ্রতিকের জাহিদুল ইসলামের শোডাউন এবং আনারস প্রতিকের সরকার এমদাদুল হক মোহাম্মদ আলীর শোডাউন গুরুদাসপুর-চাঁচকৈড় সড়ক প্রদক্ষিণ করার সময় সাময়িক উত্তেজনার সুত্রপাত ঘটে।

এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাণিজ্য নগরীচাঁচকৈড় বাজারের সমস্ত দোকান পাট বন্ধহয়ে যায়। খবর পেয়ে নির্বাচনী সহিংসতা ঠেকাতে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে যে কোন সময় এলাকায়বড়ধরণেরসংঘর্ষ ঘটে যেতেপারেবলে আতঙ্কিত রয়েছে এলাকাবাসী।

দলীয় নেতাকর্মি সুত্রেজানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় এসেনির্বাচনীপ্ রচারণায় নামেন। কিন্তু জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনারস প্রতিকের সরকার এমদাদুল হক এবং তথ্য ও গবেষণা বিষয়কসম্পাদক ঘোড়া প্রতিকের আনোয়ার হোসেন নৌকা প্রতিকের বিদ্রোহী প্রার্থীহিসেবে আত্মপ্রকাশ করেন।

ফলে১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনেপ্রার্থীদেরমধ্যে সংঘর্ষের আশঙ্কা বিরাজকরছে।ইতিমধ্যে উপজেলারবিভিন্ন স্থানেধাওয়াপাল্টাধাওয়ারঘটনাওঘটেছে। তবেকোনোহতাহতেরহওয়ার খবর পাওয়াযায়নি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*