আজ
সোমবার / ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ / শরৎকাল / ৯ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় সন্ধ্যা ৬:২৬
নৌকাডুবিতে ১৭ জনের প্রান রক্ষায় সুমন ও শাহনাজের সাহসিকতার স্বীকৃতি
পাবনা প্রতিনিধি : চাটমোহরে চলনবিলে নৌকাডুবি থেকে মোট সতের জন আরোহীর প্রান রক্ষা করেছে সুমন ও শাহনাজ। সুমন ও শাহনাজের এই অসামান্য সাহসিকতার স্বীকৃতিদান করেছে পাবনা জেলা প্রশাসন ও প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
জেলা প্রশাসন এর আয়োজনে ও প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বাস্তবায়নে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুমন ও শাহনাজকে পুরুষ্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, প্রাইম ব্যাঙ্ক এর চেয়ারম্যান আজম জাহাঙ্গীর চৌধুরী , অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্রাঞ্চ হেড ময়েন উদ্দিন ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানি, সিইও ড ইকবাল আনোয়ার। শাহনাজ ও সুমনকে নগদ ৩০ হাজার টাকা ও সেলাইমেশিন প্রদান করা হয়।
গত ৩১ আগস্ট সন্ধ্যায় চলনবিলের চাটমোহর উপজেলার কাটাগাঁ একটি নৌকা ডুবে গেলে সুমন ও শাহনাজ একটি ডিঙ্গী নৌকা য়ডুবন্ত মানুষকে তীরে উঠতে সহায়তা করে। এ নৌকা ডুবিতে মারা যায় ৫ জন.