চাটমোহর (পাবনা) প্রতিনিধি : নৌকা স্বাধীনতার প্রর্তীক, নৌকা উন্নয়নের প্রর্তীক, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে নৌকাকে আবারোও ভোট দিয়ে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধে শহীদ ও ১৯৭৫ সালে এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পÿে মুক্তিযুদ্ধ পরিচালনাকারি জাতীয় চার নেতাকে হত্যার ইতিহাসটি তরুন প্রজন্মকে জানাতে হবে।
জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে সব সময় নিরর্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন পাবনার চাটমোহর উপজেলার পৌর আওয়ামীলীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে শনিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলÿে আলোচনা সভা ও মিলাত মাহফিল অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র মো. নাজিমুদ্দিন মিঞার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাহারুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব এলাহী বিশু, ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোলøা, প্রকৌশলী কামরুজ্জামান খোকন, নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম।
এ সময়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়ন আঃলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ইউনুস আলী, আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম, খলিলুর রহমান, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজীব বিশ্বাসসহ আঃলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলহত্যা দিবসে জাতীয় চার নেতা প্রতি বিনম্্র শ্রদ্ধা জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।