জেলা প্রতিনিধি, নীলফামারী : বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রতীক বরাদ্দ পাওয়ায় নীলফামারী জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল করেন দলের নেতা কর্মীরা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে মাঠ থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ।
এ সময় গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার মুখপাত্র কেন্দ্রীয় লিডার সোহাগ ইসলাম, নীলফামারী জেলা সভাপতি জাহাঙ্গীর ভাই, সাবেক সভাপতি সামিউর ইসলাম, সহ সভাপতি কজলু হক, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা পেশাজীবি সম্পাদক আবেদ আলী, জেলা শাখার দপ্তর সম্পাদক সাদমান শাকিল, সদর উপজেলা শাখার আহ্বায়ক আসাদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মুস্তাকিন বিল্লাহ মিলন ইসলাম, শরিফুল ইসলাম, , রিপন ইসলাম, ইব্রাহিম সুজন, নবীজুল ইসলাম নবীন সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা সকলেই নীলফামারীর জেলা তথা দেশকে দুর্নীতি মুক্ত, সুশাসনের দেশ গড়ার অঙ্গীকার করেন।