ঈশ্বরদী প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ইতিহাসের চার বিশ্বাসঘাতক মীরজাফর, গোলাম আযম, মোশতাক ও জিয়ার প্রেতাত্মরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে সতর্ক থাকার আহব্বান জানিয়ে মন্ত্রী শরীফ বলেন,বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্ররা যেমন ভুমিকা পালন করেছিল, তেমনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় মতায় নিয়ে আসতে ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে।
২৭ অক্টোবর শনিবার সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী আরো বলেন,যখন কোন সরকার ধারাবাহিক ভাবে মতায় থাকে,তখন দেশে উন্নয়ন হয়। বর্তমান সরকার আমলে ঈশ্বরদীসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্বচনী বৈতরণী পার করতে ছাত্রলীগকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রতিটি ঘরে ঘরে তুলে ধরতে হবে।
ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন,কলেজ শাখার সভাপতি খোন্দকার আরমান হোসেন ও সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, সহ-সভাপতি গোলাম মো¯Íফা চান্না মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, সাধারণ সম্পাদক রাজীব সরকার, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।