স্বাধীন খবর বিনোদন ডেস্ক : কিছুদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
পরিচালক ইস্পাহানী বাংলানিউজকে বলেন, ১২ অক্টোবর তারিখটা ‘নায়ক’ মুক্তির উপযুক্ত সময় মনে হচ্ছে। তাই ওইদিন সিনেমাটি মুক্তি দিচ্ছি। হাতে সময় কম তাই মুক্তির সকল প্রস্তুতি শেষ করতে বেশ চাপ যাচ্ছে। এরই মধ্যে হল বুকিংয়ের প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট ১৩০ হলে ‘নায়ক’ মুক্তি দেওয়া।
এদিকে সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা ‘নায়ক’র প্রকাশিত পোস্টারটি এরইমধ্যে প্রশংসা পাচ্ছে। ফেসবুকে অনেকের পাশাপাশি পোস্টারটির প্রশংসা করেছেন চিত্রনায়ক সাইমন সাদিকও।
সিনেমাটিতে বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা অধরা খান। আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ।
যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।