বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলÿে নাটোর-৪ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর পÿে বড়াইগ্রাম উপজেলা জাতীয় পাাির্টর নির্বাচনী কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির বড়াইগ্রাম শাখা ও সহযোগী সংগঠন এই কর্মি সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের জাতীয়পার্টির মনোনিত সাংসদ সদস্য প্রার্থী,
নাটোর জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা জাতীয়পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির বনপাড়া পৌরসভা শাখার সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেবে আলাউদ্দিন মৃধা বলেন, বড়াইগ্রামের মানুষ ৪৬ বছর পরে সংসদ সদস্য প্রার্থী পেয়েছে।
তারা আগামী ৩০শে ডিসেম্বর নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বড়াইগ্রামের প্রার্থীকে বিজয়ী করবে আশা প্রকাশ করেন। এ ছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নাটোর জেলা শাখার সহ- সভাপতি শাহিন অঅলম, উপজেলা জাতীয়পার্টিস সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি খাদেমুল ইসলাম, বনপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক আকতারুজ্জামান, এবং উপজেলার সকল ইউনিয়ন ও দুটি পৌরসভার জাতীয়পার্টির সভাপতি-সম্পাদক বৃন্দ।