নাটোর প্রতিনিধি : নাটোরে ৫টি উপজেলায় তিনটিতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এবং দুটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার গুরুদাসপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) ৪৩হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুল ইসলাম (নৌকা) ২১হাজার ৩৬৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী (আনারস) ২১হাজার ৯৪ ভোট।
লালপুর উপজেলায় আওয়ামীলীগের ইসাহাক আলী নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ৫শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদ (ইনু) আব্দুল হালিম মশাল প্রতীক নিয়ে ২হাজার ১০৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে। বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে অহিদুল ইসলাম গকুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের নৌকা প্রতীকের সেকেন্দার রহমান পেয়েছেন ২০ হাজার ৭৮০ ভোট।
চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বিজয়ী হয়েছেন। পেয়েছেন ৬৯ হাজার ৪ শত ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতস্ত্র প্রার্থী আদেশ আলী পেয়েছেন (দোয়াত কলম মার্কা) ৬০ হাজার ৯ শত ৫১ ভোট। মোট ৮ হাজার ৫শত ১৯ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক বিজয়ী হয়েছেন।
এছাড়া বড়াইগ্রাম উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৪৯হাজার ৬২৫ভোট । এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু (আনারস) মোট ৪৮হাজার ৭৬৫ ভোট।
উল্লেখ্য, নাটোরের মোট সাতটি উপজেলার মধ্যে প্রথমধাপে মোট ৫টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এরআগে সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দিতায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শরিফুল ইসলাম রমজান নির্বাচিত হন। যার কারনে এই উপজেলায় কোন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি।