কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী সেন্টাল ক্লিনিকে সিজারের সময় ভূল চিকিৎসায় নবজাতক সহ মা’য়ের মৃত্যু অভিযোগ উঠেছে। জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ১০ঘটিকার সময় কাশিপুর হউনিয়নের গংগারহাট ধর্মপুর সরকারটারী গ্রামের বেলাল হোসেনের গর্ভবতি স্ত্রীকে সিজারের জন্য নাগেশ্বরী সেন্টাল ক্লিনিকে নিয়ে আসে।
ক্লিনিকে আসার পর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে রোগির অভিভাবকদের সিজার করার জন্য উদ্বোদ্ধ করে। পরে ক্লিনিকের পরিচালকদের পরামর্শে মাহফুজা খাতুন অফিসের সময় সিজার করে।
কিন্ত তরিঘরি করে ক্লিনিক পক্ষ নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স এ চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক মাহফুজা খাতুন মুক্তা এনেস্থিসিয়ার ডাক্তার কামরুল হাসান সিজার করান। তবে সিজারের সময় ভূল চিকিৎসায় গর্ভবতি মা ও নবজাতকের মৃত্যু ঘটে।
এ নিয়ে নাগেশ্বরীতে জনগনের মাঝে ক্ষোভের সুষ্টি হয়। পরে বিষয়টি বেগতিক ভেবে ধামার চাপা দেয়ার জন্য কৌশলে রোগীর লোকজনকে ডেকে এনে অর্থের বিনিময়ে মিমাংসা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স এর দায়িত্ব রত কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায় নি।
ক্লিনিকের পরিচালক রাশেদুল ইসলাম এর সাথে যোগাযোগ করেলে, তিনি বলেন অপারেশনের সময় রোগি হার্ট এট্যাক করেছে। তবে আমাদের এখানে আইসিইউ সাপোর্ট না থাকায় রোগিকে চিকিৎসক রেপার্ট করেন পরে রাস্তায় মরা যায়। তবে রোগির স্বজনদের সাথে যোগাযোগ করার জন্য ভর্তি রেজিষ্টার থেকে মোবাইল ফোন নম্বর চাইলে নাম্বার দিতে অস্বীকৃতি জানায় রাশেদ।