মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মূলমন্ত্র হিসেবে চারটি স্তম্ভকে বেছে নিয়েছিলেন। যেগুলো ছিলো বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। তিনি আরো বলেছিলেন, ‘ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্র সবার’। কুমিল্লার মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বুধবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নিতে শিশুরা কেউ কৃষ্ণ সেজে, কেউবা রাধা, আবার কেউ জুটি হয়ে এসেছে রাধা-কৃষ্ণের সাজে।
কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কোম্পানীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এর আগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা: শ্রমিৎ যুগল ব্রহ্মচারী।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল পীযূষ চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থসারথি দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, পূর্বধৈর পূর্ব ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক
নিত্যানন্দন রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোসাম্মৎ মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনসহ সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ।