নিজস্ব প্রতিবেদক, পাবনা : বহুল প্রচারিত, পাঠকনন্দিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে শুক্রবার পাবনার আটঘরিয়া প্রেসকাবে বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসকাবের সাধারন সম্পাদক মো. বাবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলÿে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সাংবাদিক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি কানু স্যানাল।
প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার আটঘরিয়া প্রতিনিধি মো. মাসুদ রানা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো. আবুল হাসান সিদ্দিকী, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, টিপু সুলতান, দৈনিক করতোয়া পত্রিকার আটঘরিয়া প্রতিনিধি জিলøুর রহমান প্রমুখ। এসময়ে প্রেসকাবের অন্যান্য সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পত্রিকার অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন। সেই সাথে পত্রিকাটি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশেনের মাধ্যমে দেশের মানুষের মুখপত্র হতে পারে সে কামনা করেন।