আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আর এস প্লাজায় সোনালী ব্যাংক সংলঘœ বিস্মিল্লাহ সুইটস এ্যান্ড রেস্টুরেন্ট হোটেল শুভ উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর প্রো:মো: রাশিদুল ইসলাম পাপ্পুর আমন্ত্রণে উক্ত হোটেল প্রাঙ্গণে আয়োজিত উদ্ধোধন দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, দেবোত্তর বাজারে বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আলী মজনু, মুদিখানা ব্যবসায় মো: নিজাম উদ্দিন সরদার, গার্মেন্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রহিম শেখ,
দেবোত্তর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক জুলফিকার হায়দার জুলি, হ্যাপি টেকনোলজিষ্ট এর নিবার্হী পরিচালক আবু সায়িদ, শহিদুল ইসলাম, আব্দুল বাতেন, নাসিম উদ্দিন, তারেক মাহমুদ, হ্যাপি কম্পিউটার এর পরিচাল শামীম আহমেদ, নাসিম আলী, সাইদুর ইসলাম, বাঁধন, আনোয়ারুল ইসলাম, আক্তারুজ্জামান আক্কাস, সুজন আলী, মিন্টু প্রমূখ। উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন দেবোত্তর বাজার জামে মসজিদের পেশ ঈমান মিজানুর রহমান মিজান, উপজেলা জামে মসজিদের ঈমাম আব্দুর কাদের, রাকিবুল ইসলাম।