ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : দূর্গাপূজা দেখতে এসে মন্দিরের পাশের নদীতে পড়ে গিয়ে মিল্টন রবি দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের জগাতলা মন্দিরের পাশে বড়াল নদীতে এ ঘটনা ঘটে। মিল্টনের বাড়ি গাজীপুর জেলার তেলীপাড়া নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিল্টন দূর্গাপূজা দেখতে একদিন আগে গাজীপুর থেকে ভাঙ্গুড়ায় তার মেসো (খালু) মশাই রিপন রবি দাসের বাড়িতে এসেছে। রিপন রবি দাসের বাড়ি ভাঙ্গুড়া পৌর সদরের আদর্শপাড়া মহল্লায়। ঘটনার রাতে মিল্টন সাইকেলে চড়ে ভাঙ্গুড়া পৌর সদরেরর বিভিন্ন মন্দিরে ঘুড়ে বেড়ায়।
একপর্যায়ে রাত সাড়ে এগারটার দিকে জগাতলা মন্দিরে আসলে সে সাইকেলসহ পাশের বড়াল নদীতে পড়ে যায়। প্রায় পনের মিনিট খোঁজাখুজির পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার কাজে নিয়োজিত পুলিশের এএসআই সাজেদুল ইসলাম জানান, নিহত ব্যাক্তির স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।