জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : তাপদাহে পুড়ছে পাবনার চাটমোহরসহ চলনবিল। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষসহ প্রাণীকুল। তীব্র গরমে হাঁসফাঁস সৃষ্টি হয়েছে। নাজেহাল হয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন মানুষ। সকাল বেলা সূর্য উঠার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। কোথাও স্বস্তি নেই। ভোর কিংবা রাতেও গরমের তেজ কমছে না। কয়েকদিন ধরেই এমন গরম পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।
চাটমোহর চলনবিলে হঠাৎ বন্যার পানি প্রবেশ করায় বোরো ধান তলিয়ে গেছে। রয়েছেন শ্রমিক সংকট। গরমে জমির মালিক গৃহবধু জমি থেকে গরমকে উপেক্ষা করে ধান তুলতে দেখা যাচ্ছে। খড় শুকানো কাছে ব্যস্ত হয়ে পাড় করছেন কৃষক। জালেশ্বর গ্রামের কৃষক আফজাল হোসেন, মজিবর রহমান ও আব্দুল আজিজ প্রামানিক জানালেন, গরমে কাজের লোক পাওয়া যায় না, পেলেও ৯’শ টাকা থেকে ১ হাজার টাকা গুনতে হচ্ছে। গরমে অনেক কাজের লোক অসুস্থ হয়ে পড়েছেন বলে তারা জানিয়েছেন।
অপরদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরমের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। মাঠে ঘাটে কোথাও তারা কাজ করতে পারছেন না দীর্ঘ সময়। চাটমোহর গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ভ্যান চালক বাবু হোসেন বলেন, এই গরমের মধ্যে গাড়ি (ভ্যান) নিয়ে বাইরে থাকাটাই কষ্ট। ছুটির দিনে রাস্তায় মানুষ কম থাকলেও অসম্ভব গরম পড়ছে। তীব্র তাপে ঘেমে জামা ভিজে আবার শুকাচ্ছে। তবুও কাজ তো করতেই হবে। না হয় খাবো কি?
বোরো ধান কাটা শ্রমিক মজনুর রহমান জানান, শরীর থেকে প্রচুর ঘাম ঝড়ে। তাই বাড়ি থেকে পানি নিয়ে এসেছি। এখন স্যালাইন ও ট্যাং গুলিয়ে খাবো। গরমে অন্য কোনো খাবার খেতে মন চায় না।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মোছাঃ নাজমা খাতুন জানান, গরমের শিশুসহ প্রায় সব বয়সী মানুষ ডায়রিয়াসহ অন্যান্য শারিরিক অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গরমে ডাবের পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।