স্বাধীন খবর ডেস্ক : সব রাজনৈতিক দলের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে তফসিল পুনঃ ঘোষণা করা হবে কাল (মঙ্গলবার)।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের নতুন তারিখ নির্ধারণ করল নির্বাচন কমিশন।
এর আগে গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছিলেন সিইসি। আগের তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।