চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মঙ্গলবার (২১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মুহাম্মদ নূর ই মোরতজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদে প্রধান আলোচক ছিলেন, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। বিশেষ অতিথি ছিলেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রজব আলী বাবলু, মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন। এসময় শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
