চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ সেপ্টেম্বর) সোমবার সন্ধায় থানার হলরুমে এসআই আব্দুর রহিমের সঞ্চলনায় বক্তব্য দেন, নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম, তদন্ত ওসি নয়ন কুমার সরকার। সাংবাদিকের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সহ -সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, সাধারন সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি এসএম মাসুদ রানা, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক আজকালের খবর জাহাঙ্গীর আলম, দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রনজু, দৈনিক ভোরের দর্পন এমএ জিন্না, দৈনিক সমকাল শামীম হাসান মিলন, দৈনিক যায়যায়দিন এমএস আলম বাবলু, দৈনিক কালের কন্ঠ লতিফ রন্জু, দৈনিক ভোরের কাগজ বকুল রহমান প্রমুখ। এসময় সাংবাদিকসহ পুলিশের অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা চাটমোহর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক, জুয়া, বাল্য বিবাহসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।