আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

চাটমোহর পকেটমার চোরের দৌরাত্ম্য বেড়েছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হাট-বাজারে পকেটমার চোরের দৌরাত্ম্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সপ্তাহের রবিবার রেলবাজার (অমৃতকুন্ডা), মির্জাপুর ও বুধবার নতুন হাটে মানুষগুলো সর্বত্র পকেটমার আতঙ্কের মধ্যে থাকে।

অভিযোগ রয়েছে, সপ্তাহের হাটবারে সংঘবদ্ধ চোরেরা একাধিক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা মোবাইল সহ মূল্যবান জিনিস পত্র চুরি করেন। হাটে আসা জনসাধারন তাদের টাকা খুয়ে গেলেও রহস্যজনক কারণে হাট কমিটি এর সুরহা দিচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করে বলেন, হাট কমিটির দূর্বলতার কারণে এসকল ঘটনা ঘটছে। এলাকাবাসী দ্রæত এর সুরহার দাবী জানিয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*