আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনমিলনী ও আনন্দ মিছিল

পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ঈদ পুর্নমিলনী ও আনন্দ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, কেন্দ্রীয় কমিটির, সহ-সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান (নয়ন),চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সদস্য -সচিব, আসাদুজ্জামান লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,খাইরুল ইসলাম সহ চাটমোহর উপজেলার সকল ইউনিটের নেতা-কর্মী। স্বেচ্ছাসেবক দলের, কেন্দ্রীয় কমিটির, সহ-সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান (নয়ন) বলেন,ইন্টারিম রিমেম্বার,ইলেকশন ইন ডিসেম্বর। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কোন অযুহাত চলবে না,দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে দেশ এগিয়ে নিতে হবে।চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সদস্য -সচিব, আসাদুজ্জামান লেবু বলেন,দেশে সংস্কার চলছে,কিছু কিছু বিএনপির নেতা কর্মী, আওয়ামীলিগকে পুর্নবাসন করতে চাইছে, সবার আগে নিজের দলের নেতা-কর্মী কে সংস্কার করতে হবে।আরো বলেন, তারেক রহমান দেশ সংস্কারের জন্য যে,৩১দফা দিয়েছেন, সেটা মেনে চলতে হবে,এবং জনগনের কাছে পৌঁছে দিতে হবে। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেশে স্থায়ী  সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*