চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলা নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থীদের মানোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তারা সকল পদে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রর্তীক বরাদ্ধ দেওয়া হয়েছে। উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৫ জন প্রার্থীর মধ্যে প্রর্তীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো নৌকা প্রর্তীকে মনোনয়ন পেয়েছেন। অপরদিকে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার পেয়েছেন (ঘোড়া) প্রর্তীক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল পেয়েছেন (আনারস) প্রর্তীক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম পেয়েছেন (দোয়াত কলম)।
ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী মানিক পেয়েছেন (তালা), মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম (মাইক), আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (টিউওবয়েল), সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলায়মান হোসেন বৈদ্যুতিক পাখা), পৌর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পান্না পেয়েছেন (চশমা) প্রর্তীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষিকা ফিরোজা পারভীন (ফুটবল), ডিবিগ্রাম ইউপি সদস্যা আফরিনা আক্তার লিলি (কলস) ও আওয়ামীলীগ নেত্রী দেলোয়ারা হালিম পেয়েছেন (হাঁস) মার্কা প্রর্তীক।