চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে ২৬ কেজি ওজনের কাকলে মাছ বাজারে উঠায় তাক লাগিয়ে দিয়েছেন ক্রেতাদের। বৃহস্পতিবার সকালে চাটমোহর পুরাতন বাজার (মির্জা মার্কেট সংগলগ্ন) একটি কাকলে মাছ বিক্রির জন্য হাকা হচ্ছে ১৫ হাজার টাকা।
জানা গেছে, নাটোর বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের মাছ ব্যবসায়ী মো. রকি হোসেন প্রতি দিনের মত মাছ বিক্রি করতে চাটমোহরে আসেন। তিনি বরিশাল থেকে এ মাছ কিনে এনেছেন বলে জানান।
বিশাল আকারের কাকলে মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে যায়। মাছ বিক্রেতা রকি জানায়, কাকলে মাছটি ওজন ২৬ কেজি উপরে। মাছটি দাম ১৫ হাজার টাকা চাচ্ছি। তবে তিনি ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করছেন বলে জানা গেছে।