মোসতাফিজুর রহমান/সিদ্দিক মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর সরকারি কলেজের সাবেক সহকারী হিসাবরক শ্রী গৌতম রঞ্জন চক্রবর্তী (৬২) শনিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। সে চাটমোহর পৌরসদরের দোলবেদীতলা মহলøার বাসিন্দা।
জানা গেছে, বগুড়া থেকে চাটমোহরে আসার উদ্দেশ্যে তার ভাইয়ের শ্বশুরবাড়ির বাসা থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে আসার মুহুর্তে এক দ্রæতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। মারাত্বক আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে সে মারা যায়।