চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের শিার্থী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
এ সময় উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ মগরেব আলী, উপজেলা শিা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী শিা অীফসার মোঃ কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, ইউআরসি সহকারী ইনস্ট্রাক্টর কল্যাণ কুমার সরকার, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।