চাটমোহর অফিস : পাবনার চাটমোহরে সিএনজি চালক আবু বক্কার (৪০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে।
জানা গেছে, সোমবার বিকেলে আবু বক্কর সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১০ টার পরেও বাড়িতে ফিরে আসেনি। পরে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ সদর দফতর (চাটমোহর) সামনে রাস্তার মধ্যে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
