চাটমোহর অফিস : জাতীয় দৈনিক সমকাল পত্রিকার চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাবের সদস্য শামীম হাসান মিলন এর ছেলে আবির আজ শুক্রবার (১০ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। এদিন দুপুরে চাটমোহর-ফরিদপুর সড়কের চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় সড়ক দুর্ঘটনায় পতিত হন আবির। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবিরের পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থ কামনায় দোয়া চেয়েছেন।