মোস্তাফিজুর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে শনিবার (১ জুলাই) বিকেলে বেজপাড়া খেলার মাঠে সরকার গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ শিল্পপতি সরকার কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলায় অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পাবনা-৩ আসনের এমপি মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাবনা-৩ এর এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান আতিক, ডিআইজি হাইওয়ে পুলিশ পশ্চিমঅঞ্চল আলহাজ¦ মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ অহেদ আলী। খেলায় চাটমোহর নারিকেলপাড়া স্প্রোটিং ক্লাব কে হারিয়ে তাড়াশ চলনবিল ষ্প্রোটিং ক্লাব ৩-১ গোলে পরাজিত করে। খেলায় পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।