ক্রীড়া প্রতিবেদক : নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর আলীম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির সভাপতি ও গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন, গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সাবেক যুবলীগের সভাপতি মাহতাব উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই, গুনাইগাছা
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আবুল বাশার, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আরিফুল ইসলাম স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, আওয়ামী লীগ নেতা রেজা প্রামানিক, জুয়েল হোসেন, অভিভাবক সদস্য ফারুক সরদার, বাবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।