চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে মসুর প্রদর্শনীর মাঠ দিবস ও ডিসকাসন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন, সংরণ ও বিতরণ প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আরশেদ আলী। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল ইমরান। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, তোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান।