ভ্রাম্যমান প্রতিবেদক, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অন অনুমোদিত কীটনাশক বিক্রির হিড়িক পড়ায় কৃষকরা মারাত্মক প্রতারণার স্বীকার হচ্ছে বলে অবিযোগ পাওয়া গেছে। জানা যায়,উপজেলার বিভিন্ন হাট বাজারে কীটনাশকের দোকানে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এসে ডিলারদের খুশি করে ভেজাল ও অনুমোদিত কীটনাশক বিক্রি করছে।
অধিক মুনাফার লোভে ডিলারগন কৃষকের কথা বিবেচনা না করে অহরহ কৃষকদের ঠকাচ্ছে। এদিকে কৃষি অফিস থেকে তেমন কোন নজরদারী না থাকায় ডিলারগন বিনা বিঘ্নে কৃষকদের ঠকিয়ে যাচ্ছে। উপজেলার হরিপুর, ডিবিগ্রাম,মুলগ্রাম ফৈলজানা ইউনিয়ন সহ কমবেশি সর্বত্রই এই প্রবনতা দেখা গেছে। অন্যদিকে সারের গুনগত মান নিয়েও রয়েছে নানা অভিযোগ।
যার ফলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দ্রুত নজরদারীতে এনে কৃষকের এই ক্ষতি থেকে রক্ষা ও অসৎ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কৃষকরা দাবি জানিয়েছে।