মোস্তাফিজুর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে আগামী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উদযাপন উপলক্ষে উপজেলা মিলনায়তনে সোমবার সকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। বক্তব্য দেন, উপজেলা সহকারি কমশিনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সেখ নাসীর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন, সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এসময়ে দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, দৈনিক যায়যায়দিন চাটমোহর প্রতিনিধি এমএস আলম বাবলু, স্বাধীন খবর পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শিক্ষক, ইমান, ভূমি অফিসের কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।