চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ৫ মে বড়াল কনভেনশনকে সামনে রেখে বড়াল নদী পুনরুদ্ধারে উপজেলা ভিত্তিক মতবিনিময় সভা আন্তজার্তিক নদী রক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মার্চ) পাবনার চাটমোহরে বড়াল বিদ্যা নিকেতন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ডা. অঞ্জন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালায় স্বাগত বক্তব্য দেন, চাটমোহর বড়াল আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো, জেলা পরিষদ সদস্য মো. সাইদুল ইসলাম পলাশ, হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল হায়াত মো. জুয়েল মির্জা, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন,
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক ফিরোজা পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মুন্নাফ, চাটমোহর রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সালøাহ উদ্দিন ফিরোজ, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি সন্তোষ রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা বড়াল নদী দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, অপরিকল্পিত স্লুইসগেট অপসারণ করে ব্রীজ নির্মাণ ও দ্রুত নদী খননের দাবি জানান।