নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে সোহাগ হোসেন (২৩) নামে এক যুবক কীটনাশক বিষপানে আত্মাহত্যা করেছে। নিহত যুবক উপজেলার পাতাইলহাট গ্রামের দুধ ব্যবসায়ী আজিরুদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে। পারিবারিক কলহের জের ধরে পরিবারের সবার অগোচর সে কীটনাশক বিষপান করে, পরে জানাজানি হলে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজহাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
