চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ”তামাক নয়, খাদ্য ফলান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক মো. রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসিহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী প্রকৌশলী এস এম রাজিব হোসেন, ইনস্ট্রাক্টর (রিসোর্স সেন্টার) মাহমুদুল হক সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।