চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সকালে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম,
প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, প্রধান শিক্ষক তোরাব আলী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুর রহমান, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমির হোসেন, আলহাজ্ব মোঃ আঃ সাত্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন।