নিজস্ব প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর বড় ভাই নিমাইচরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাহজাহান আলি বৃহস্পতিবার সকাল ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মরহুমের জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বিশ^াস সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।