চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলে চুমকি খাতুন (১২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের হস্তক্ষেপে মাদ্রাসায় পডুয়া ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হলো। ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে। চুমকি শাহপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও চকউথুলী মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জনৈক এক যুবকের সাথে সোমবার চুমকির বিয়ের দিন ধার্য্য করে তার পরিবারের লোকজন। সেই মোতাবেক সকাল থেকেই তাদের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য ভোর থেকেই শুরু হয়েছিল রান্না।
গোপনে বিষয়টি জানতে পেরে ইউএনও সরকার অসীম কুমার থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলকে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করতে বলেন। পরে ইউপি চেয়ারম্যান থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে গিয়ে চুমকির পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানান এবং বাল্য বিয়ে দেবে না মর্মে পরিবারের কাছ থেকে মুচলেকা নেন।