মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা ) : পাবনার চাটমোহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে চাটমোহর সরকারি হাইস্কুলের মাঠে (বালুচর খেলার মাঠ) বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, থানার ওসি( তদন্ত) নয়ন সরকার, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ,ডিবিগ্রামের চেয়ারম্যান শামীম হোসাইন প্রমূখ।
ফাইনালে চাটমোহর পৌরসভা টিম ও মুলগ্রাম ইউনিয়ন টিম অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে মুলগ্রাম ইউনিয়ন টিম ৪-৩ গোলে চাটমোহর পৌরসভা ফুটবল টিমকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল সহ আমন্ত্রিত অতিথিরা।
৫ দিন ব্যাপী এ টুর্নামেন্ট মোট ১১ টি ইউনিয়নের টিম ও একটি পৌরসভার টিম অংশগ্রহণ করে। চাটমোহরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুলগ্রাম ফুটবল একাদশ।