নিজস্ব প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে। ঘটনার ৪ দিন পর চাটমোহর থানায় ভুক্তভোগি গৃহবধূ ৪ যুবকের বিরুদ্ধে সোমবার (৪ নভেস্বর) মামলা দায়ের করেছেন। গত ৩১ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে সোনাহারপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোস্তফার স্ত্রী (৩৩) প্রকৃতির ডাকে বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের আঃ মান্নানের ছেলে শহিদুল ইসলাম (২২), মৃত আঃ ছালামের ছেলে তুহিন (২২), সাইদুল মোল্লার ছেলে মেহেদী হাসান (২৩) ও মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে সজিব হোসেন (২২) তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন বের হলে ৪ যুবক পালিয়ে যায়। এ ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোন সমাধান না হলে ভুক্তভোগি গৃহবধূ বিনা খাতুন সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর থানায় অভিযুক্ত ৪ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।