চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টারের সাথে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে নতুন বাজার নিজস্ব বাসভবনে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিএমএ সভাপতি ও আওমীলীগ নেতা ডা. গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, আলহাজ্ব মো. নবীর উদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব এলাহী বিশু, প্যানেল মেয়র মো. নাজিমুদ্দিন, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, নিমাইছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, কেএম জাকির হোসেন, আবু হানিফ প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।